তোরা দেখছো নিগো, ঘরের গিরিরে ।
হাছন রাজা জিজ্ঞাসে আমি পরি রে ।।
লাল ধলা নয়রে সে তো, আজব রঙ্গের মানুষ রে ।
দেহার মাঝে চাইয়া দেখ, কত রঙ্গ করে রে ।।
নাচে কুদে ফালায় ফুলায় এই কাম করে রে ।
সুন্দর নারী দেখলে পরে, টান দিয়া কাপড় ধরে রে ।
হাছন রাজা দেখিয়া তার লাগিয়া মনটা যায় রে ।
দিলে চায় সর্বদা থাকতাম তার হুজুরে রে ।।