ধর ধর মন ঠিক করিয়া ধর ।
অন্য কেউরে ধরিসনা রে ধর ধর আপনাকে ধর ।
আপনাকে ধরলে পরে পাবে রে ঠাকুর মোর ।
পাইলে তারে ছাড়িসনা রে বান্ধিয়া রাখিস দিলকা পর ।
তুমি আমি ভিন্ন নয়রে আমি যে হইরে তোর ।
ছাড়িয়া কি পারি থাকতে মন লাগিয়াছে তার উপর ।
হাছন রাজায় বলে ওরে প্রাণবন্ধু মনোহর ।
আলগ রাখিসনা রে মোরে তোর রঙ্গেতে লয় কর ।
ছাড়িয়া তার থাকিসনা রে দিল লাগালে তার উপর ।