যাবো যে বন্ধের বাড়ি কি নিয়া যাবো যে সঙ্গে ।
কাকুতি মিন্নতি নিবো আর যাবো প্রেমতরঙ্গে ।।
করিয়ে এমন তাড়াতাড়ি যাবো আমি বন্ধের বাড়ি
নাচিয়ে নাচিয়ে যাবো আমি মিশবো যাইয়া তার অঙ্গে ।
এমনি মিশা মিশবো হাছন রাজা না রইবো ।
আমিত্বকে নাশ করিয়া মিশাবো তার সুন্দর রঙ্গে ।।
রঙ্গেতে মিশিয়া সুখ বল যে আয়নুল হক ।
কেও না হইবো এক মিশছি অন্ত নাই গাঙ্গে ।