মরলাম বাউজের প্রেমের তাইসে ।
আদর করিয়া ডাকি বাউজরে কোলে নাই বসে ।
নিতি নিতি ডাকি বাউজরে ফিরিয়া না চায় ।
বাউজের কেবল মোটা শরীর মায়া নাই গায় ।
আইসো আইসো সুনা বাউজ আইয়া একবার কোলে ।
নাকের মাঝে নাক দিয়া দিয়া হার পরাইবে গলে ।
হাছন রাজার কথায় বাউজে মুচকি হাসা হাসে ।
লোকের সাক্ষাৎ টানা দিয়ে বুকে ভালবাসে ।।