দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ৪৬০

নামাজ পড় নামাজ পড় কে ওরে ভাই ।
নামাজ পড়িলে জুদাই ঘটবে তাই ।
নামাজ পড়িলে তুমি বেহেশতে যাইবে ।
নফসে শয়তানে তোমায় মজা করিবে ।
আল্লা হইতে তুমি যে দূর পড়িয়া রবে ।
মালিকের খেদমত তোমার নসীবে না হবে ।
মালিকের সাথে যদি মিশিবারে চাও ।
আমিত্বকে ছাড়িয়া দিয়া এক হইয়া যাও ।
হাছন রাজা বলে ভাই আমি কিছু নয় ।
মিছামিছা লোকে কেন হাছন রাজা কয় ।