বন্ধে নাচে রে নাচে, হাছন রাজারে পাগল করিয়াছে ।
হাছন রাজায় বন্ধু ছাড়া কেউরে না গছে ।।
হাছন রাজায় বন্ধু দেখে পায়ে দেয় বুচে ।
বুচা দিতে বেড়া লাগে হাছন রাজার মুছে ।।
হাছন রাজায় দিলে জানে প্রাণ বন্ধুয়ায় হইছে ।
আল্লা আল্লা আল্লা হাছন রাজার মনে লইছে ।।
মাবুদ আল্লা কোলে লইয়া হাছন রাজা বইছে ।
আল্লাতে মিশিয়া গান হাছন রাজা কইছে ।।