দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ৪০৯

বন্ধুরে দেখিয়া মন লাগিয়াছে আমার ।
চাইনা আমি অন্য কিছু চাইনা কেউরে আর ।
আচানক বন্ধুরে আমার আচানক তার ছবি ।
ত্রিজগতে নাই আছে এ মতো খুবি ।
নাই আছে কোনো খানে এমনও রঙ ।
হাছন রাজায় দেখিয়া লইলাম তাহারও সঙ ।
নূরের বদন তার ঝলমল ঝলমল করে ।
স্বপনেতে দেখা দিয়া পাগল করলো মোরে ।
দেখিয়া তাহার রুপ হইলাম দেওয়ানা ।
নূরী অঙ্গ দেখাইয়া করলো মোরে ফানা ।
হাছন রাজায় দেখিয়া তারে নাচে নাচে ।
যেমনি দিয়া বন্ধু যায়, যায় পাছে পাছে ।