রঙ্গিলা বুবাইর মুখখান দেখিয়া মনটা আমার লকলক করে
আবরকের মত মুখখান দেখতে কেবল ঝকঝক করে ।
পান খাইয়া বসিয়াছে বুবাই ঠোটে খালিয়ে টকটক করে ।
আমার পানে চাইয়ে পরে হাসিয়া কেবল ফক ফক করে ।
একলা পাইলে হাত দিয়া ডাকে যাইবার জন্য ঘরে ।
একদিন গেছিলাম আমি আঞ্জা করি গলে ধরে ।
সামনে পড়লে মুস্কুরিয়া মাথা যে হালাইয়া ।
আড় নয়নে আমার পানে থাকে যে চাইয়া ।
দেখিয়া তার তানা নানা মন হয় চঞ্চল ।
হাছন রাজা দেখিয়া তাইরে হইয়াছে পাগল ।