মনচোরারে ধরমু কোন ছলে রে মন, মনচোরারে ।
দেহার মাঝে হায় গো দেহার মাঝে
দিনে রাইতে লীলা খেলা করে ।।
মন চুরি করে আমার সান্দাইলো ঘরে, ও গুরুজী ।
হাছন রাজা সন্ধান করিয়ে ধরিতে না পারে ।
দেখিয়ে তার রুপের বাহার ঝিলমিল ঝিলমিল করে ।
ঝলমল ঝলমল, ঝলমল ঝলমল, কত রঙ্গ ধরে ।।
আজব রঙ্গে প্রিয়া আমার আচানক তার আঁখি ।
ত্রিজগত ঢুড়িয়া আইলাম এমত নাহি দেখি ।।
হাছন রাজা হইছে পাগল দেখিয়ে চান্দমুখ ।
ধরতে গেলে না দেয় ধরা এই যে বড় দুঃখ ।।
কান্দিয়ে হাছন রাজায় বলে ধরি কোন ছলে ।
প্রেমানলে হায়গো প্রেমানলে দিনে রাইতে
জ্বলে জ্বলে জ্বলে ।।