দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ৩২৫

সোনালী গো জান, তোর লাগি গেলো ও মোর প্রাণ
চান্দমুখ না দেখিলে নাই যে ত্রাণ
গেলো গেলো জাতিকূল আর গেলো মান ।
মনপ্রাণ ধরাইতে নারি যৌবন কর দান ।
তোমার লাগি পাগল হইছে হাছন রাজা দেওয়ান ।
নাচে কুদে ফালায় ফালায় আর গায় গান ।