দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ৩৮৩

আইসো গো বিধবা নাতিন ।
আমারে না বাসো ভিন ।
আমার ঘরে আসলে এখন পাবেনা গো তুই সতীন ।
ধারা সব হইছে বুড়ি, আমার সঙ্গে ছাড়াছাড়ি ।
নাই আছে হুড়াহুড়ি, গিয়াছে তাদের দিন ।
হাছন রাজার কথা শুন, দিবো তোমায় বহু ধন ।
করো করো একিন, হও গো আমার অধীন ।।