ঠমকিয়া বালি যায়রে নাচন দেখাইয়া ।
জল ভরিতে যায়রে পেয়ারী ঠমকাইয়া ঠমকাইয়া ।
জল ভরিতে যাইতে যায় আড় নয়নে চাইয়া ।
মনে লয় যাই তাইর ভিতরে সামাইয়া ।
আমার পানে চাইয়ে পেয়ারী খলখলাইয়া হাসে ।
ঠমকিয়া বালিয়ে দেখো আমার ভালবাসে ।
ভালবাসা দেখিয়া পেয়ারীর মনপ্রাণ ধায় ।
হাছন রাজা চৌধুরী তাইর সঙ্গী হইয়া যায় ।