আমি দুঃখিনী কাঙ্গালী হইয়ে, পড়িয়াছি তোর চরণতলে ।
দয়া ধরিয়ে প্রাণ প্রিয়সী, তুলিয়া লও আমায় কোলে ।।
চিরকাল তব আশে, মরি আমি প্রেম হুতাশে ।
তবু নাহি আইসো পাশে মনপ্রাণ জ্বালাইলে ।।
এত জ্বালা দিয়ে মোরে, না জানি কি কইলাম তোরে ।
দিনে রাইতে জ্বলে জ্বলে, তুলিয়া কোলে নাহি লইলে ।।
জ্বলিয়া মরি মরি, আহা আহা কিবা করি ।
ঠাণ্ডা কর, ঠাণ্ডা কর, হাছন রাজা দাসে বলে ।।