লাগলো রে পিরীতের নিশা, হাছন রাজা হইলো বেদিশা । ছাড়িয়া দিবো লক্ষণছিরি, আর রামপাশা ।। ছাড়িয়া যাবো আরিপরি, আর ছাড়িবো লক্ষণছিরি । বন্ধু কেবল মনে করি জঙ্গল করবো বাসা ।। হাছন রাজার এই মনে থাকি সদা শ্রীচরণে । অন্য কিছু চায়না প্রাণে, বলে হাছন রাজা দাসা ।।