দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ৪৮৭

পিরীতে তোরে করলো দেওয়ানা ।
হাছন রাজা পিরীতি বিনে কিছু জানেনা ।
আমি তো পিরীতের মারা লোকের হইলো জানা ।
প্রেয়সী বিহনে মনে অন্য কেউরে মানে না ।
আসো আসো প্রাণ পিয়াসী দিসনা টানা মানা ।
প্রেম তরঙ্গে নাচি নাচি গাইতে আছি গানা ।
তোমার লাগি হাছন রাজা হইয়াছে ফানা ।
তুমি ছাড়া হাছন রাজা কখনো থাকিবে না ।