নিঠুর কালার পিরীত করিয়ে প্রাণ গেলো সই ।
তাইসে মইলাম মইলাম আমি খাবো দই ।
তার লাগি প্রাণ যায় সে বা রইলো কই ।
পিরীতের যন্ত্রণা প্রাণে আর কত সই ।
নিতি নিতি মাখন রুটি তার লাগিয়া থই ।
একা বসি কেমনে খাবো প্রাণনাথ বৈ ।
হাছন রাজায় বলে আমি তার নামই লই ।
ডাক শুনিয়া আইলো নাকি প্রাণনাথ ঐ ।