হাছন রাজার মনে, খেলবো এবার বন্ধের সনে ।
পাশা, চৌপর, শতরঞ্জের খেলা
আমার বন্ধে জানে ।।
হাছন রাজা বড়রে রঙ্গী খেলবো খেলা
ছাড়বোনা হইয়াছে জঙ্গী ।
যে বিক্রি হব, কুলে আর মানে ।
খেলবো এবার বন্ধের সনে ।।
এক চিত্তে হইয়া রাজি, হাছন রাজায় ধরে বাজি ।
সে হারে কি আমি হারি, বুঝিয়া লইবো দানে ।।