দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ৩০৩

প্রেমের নাচন নাচো হাছন, প্রেমের নাচন নাচো
ভালা করিয়া নাচো হাছন কয়দিন আর আছো ।
প্রেমেতে মজিয়া তুমি প্রেমের দেও ফাল ।
দিনে রাতে ডাকো কেবল আইসা গলে লাল ।
নাচো নাচো হাছন রাজা হইয়া বেহাল ।
নাচনের মধ্যে কাটে তোমার বাল্যকাল ।
নাচো নাচো হাছন রাজা বাজাও প্রেম তাল ।
বন্ধে তোমায় কোলে লইবে, বন্ধু তো দয়াল ।।