প্রাণ কেন ধড় ফড় করে লো তোর যৌবন দেখিয়া ।
আমার কাছে আয় লো পেয়ারী প্রেম যা শিখিয়া ।
ঠমকাইয়া ঠমকাইয়া যায় ঘুঙ্গুর বাজে পায় ।
আর আড় নয়নে আমার পানে ফিরিয়া ফিরিয়া চায় ।
সুরমা নদীতে চলছে গো পেয়ারী কাঙ্খে ঘড়া লইয়া ।
প্রাণ নিলো প্রাণ নিলো আমার পানে চাইয়া ।
হাটিয়া যাইতে পায় নূপুর ঝুনুর ঝুনুর করে ।
যে দেখে তার সঙ্গে যায় থাকিতে না পারে ।
হাছন রাজায় দেখিয়া তারে ছটফট ছটফট করে ।
লাজ লজ্জা ত্যাগিয়া ফিরে করে করে ।