হাছন রাজা বলে মোরে দূরে রাখিও না
বন্ধু রাখো চরণতলে ।
ছাড়িয়া থাকবোনা গো আমি, প্রাণ মোর গেলে ।।
পলকমাত্র ছাড়া হইলে মনপ্রাণ জ্বলে ।
ঠাণ্ডা হবে প্রাণ মোর কোলে তুলিয়া লইলে ।।
প্রেমের আগুন আমার বুকে লাগাইলে ।
চান্দমুখ দেখাইয়া কেন পাগল মোরে কইলে ।।
এতই যন্ত্রণা মোরে তুই বন্ধুয়ে দিলে ।
অন্তরে বাহিরে আমার সকলই জ্বালাইলে ।।
হায় হায় প্রাণের বন্ধু একী রে করিলে ।
এখনও প্রাণের বন্ধু আলগ হইয়া রইলে ।।
মিশি যে তোমার সঙ্গে না জানি কি কইলে ।
মিশিবো তোমার জাতে কীসে কি করিলে ।।
মিশবো নিরে প্রাণের বন্ধু আমিত্ব ছাড়িলে ।
হাছন রাজা কান্দিয়া বলে কেন আলগ রাখলে ।।
উচ্চেস্বরে কান্দে বলে হাছন রাজা কাঙ্গালে ।
প্রেমজ্বালা ঘুচাইয়া দেও লইয়া মোরে কোলে ।।