না জানি কি করবো বন্ধে মোরে গো সই সজনী
না জানি কি করবো বন্ধে মোরে ।
সেই কথা মনে হইয়া চিত্ত কাপে ডরে গো, সই সজনী ।।
রাখবে কি না রাখবে কোলে, কি ফেলিয়া দিবে দূরে ।
এই কথা মনে হইয়া মনপ্রাণ ঝুরে গো সই সজনী ।।
এই চিন্তা মনে হইয়া কীসেতে কি করি ।
হাছন রাজা বাউল হইয়া যথা তথা ঘুরি গো সই সজনী ।।
স্থির হইতে না পারে মন মোর হুতাশ বইয়া ফিরে ।
মনে আবার সাধ রাখি যাইতাম বন্ধের দ্বারে গো ।।
ভিক্ষা দেও প্রাণবন্ধু দেখিতাম তোমারে ।
থাকিতাম থাকিতাম বন্ধু তোর হুজুরে গো সই সজনী ।।
দেও দেও প্রাণবন্ধু ভিক্ষা দেও তোমারে ।
কিবা তুমি ভিক্ষা নেও, দান কইলাম আমারে গো ।।
কিবা দান লও মোর, কিবা দান দেও মোরে ।
হাছন রাজায় ভিক্ষা চায় কেবল তোমারে গো ।।