দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ১৪৫

নাচিয়ে নাচিয়ে পিয়ারী যায় রে ।
হাছন রাজার পানে চায় রে ।।
ঠমকাইয়া ঠমকাইয়া যায়
ফিরিয়া ফিরিয়া ফিরি চায় ।
খেমটা তালে গান গায় রে ।।
পায়ের ঘুঙ্গুর বাজে, প্রাণ নিলো গায়ের সাজে ।
দেখিয়া মম মন মজে, কি ধরাইবো লাজে রে ।।
দেখিয়া পিয়ারীর তারাবারা, হাছন রাজা হইলো মারা
সুন্দর দেখিয়া ভুলিয়া যায়, হাছন রাজার ধারা রে ।।
হাছন রাজার ধারা রে ।।