পেয়ারী যায়রে জলে জলে
নানান ফুলের হার পরিয়া গলে ।
গলেতে দিয়াছে হার খোপায় দিয়েছে ফুল ।
তার মাঝে গুঞ্জরে যে ভোমরা বুলবুল ।
জল ভরিতে যায়রে পেয়ারী পায়ে বাজে নূপূর
ঝনঝন ঝন বাজতে আছে ঝুমুর ঝুমুর শুনিতে মধুর ।
হেলিয়া দুলিয়া চলছে পেয়ারী কোমর চিকন ।
রুপেতে প্রকাশ হইছে এই ত্রিভুবন ।
রুপের বাহার দেখিয়া হাছন রাজার লাগিলো ছটকা
চান্দমুখের ঝিলিমিলিয়া মন হইলো লটকা ।