দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ২৪৯

লাগিয়ে পিরীতের ছটকা ।
হাছন রাজার মন হইলো আটকা ।
হাছন রাজায় ছাড়তে চায়, মারে কত ঝটকা ।
পারেনা ছাড়াইতে সে যে মাথা কত পটকা ।
না জানি কি করিয়ে পেয়ারী মারিয়াছে লটকা ।
কোনমতে খসাইতে চায় আর লাগে খটকা ।
হাছন রাজার মন হইয়াছে পানির যেমন ফুটকা ।
প্রেয়সীয়ে করিয়াছে হাছন রাজারে টুটকা ।।