সোনালী জান, তোরে দেখিয়া গেলো প্রাণ ।
মুখে করে ডগমগ খাইছে ছাচি পান ।
ঝলমল করে তোর বাঁকা দুই নয়ন ।
আঁখি ঠারিয়ে মন মজাইয়ে লইলে কূলমান ।
আমারে ভুলাইয়াছো গাইয়ে রঙ্গের গান ।
তোমার হাতে সঁপিয়াছি আমার প্রাণ ।
হাছন রাজায় বলে এগো সুন্দর হাছন জান ।
দেখিয়ে ধরতে পারিনা গো তুমি বে নিশান ।।