দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ৪৮৬

সোনালীয়া গো জান, তোর অঙ্গে কত রঙ্গ ধরে ।
দেওয়ান হাছন রাজা দেখিয়া ফিরে করে করে ।
তোর লাগিয়া হাছন রাজা পাগল হইয়া ফিরে ।
দিনে রাইতে তোর লাগিয়া বাড়ি বাড়ি ঘুরে ।
পলকমাত্র ভুলিয়া থাকতে না পারি গো তোরে ।
মনে মোর এ বাসনা থাকি তোর হুজুরে ।
কিছু নাই চায় মনে কেবল চায় তোমারে ।
মধ্যখানে বিকালে চায় আর চায় ভোরে ।
দিনে রাইতে তোর লাগিয়া হাছন রাজা জরে ।
না দেখিলে চান্দমুখ আছাড় খাইয়া পড়ে ।