একদিন তোর হইবে মরণ রে পাষাণের মন
মন হায়রে একদিন তোর হইবে মরণ ।
আরে সবে মিলে গোর খুদিয়া করিবা দাফন রে ।
পাষাণের মন ।
মাটির তন মাটিতে তোমার দাফন করিয়া ।
ভাই বন্ধু ইষ্টি কুটুম বাড়িত যাইবা গিয়া ।
সুন্দর তন তোমার মাটিতে রইবে পড়িয়া ।
তুমি কোথায় যাবে রে মন বলো বুঝাইয়া রে ।
মাটির তন মাটিতে তোমার যাইবেরে মিশিয়া
বল দেখি তুমি রে মন কোথায় থাকবে গিয়া ।
কোথায় তোমার বাড়ি ঘর মন কোথায় তোর নিবাস
কোথা হতে আসিয়াছো বল আমার পাশ রে ।
কিবা রুপ কিবা রঙ বলো যে তোমার ।
তোমার সঙ্গে কি সম্বন্ধ আছে যে আমার ।
তুমি কে আর আমি কে মন কত বিন্না বিন ।
তোমার সঙ্গে আমার নি আর আছে পূর্বের চিন ।
কোথায় গিয়া থাকবে তুমি কোথায় করবে বাস ।
থাকিবে যাইয়া তুমি কাহারো পাশ ।
আপনাকে জিজ্ঞাসিছে আপনে হাছন ।
উত্তরও দেও মোরে ওরে আমার মন ।।