তারে তো কেউ দেখলায় নারে
মানুষের মাঝে মানুষ আছে ।
হাছন রাজা দেখিয়া নাচে
মানুষের মাঝে মানুষ আছে ।
সোনার একটা মানুষ দেখ বসিয়াছে অন্তরে ।
ঝলমল ঝলমল ঝলমল ঝলমল ঝলমল ঝলমল করে রে ।
আত্মার মাঝে পরম আত্মা রইয়াছে বসিয়া ।
রস রঙ্গে করে খেলা হাসিয়া হাসিয়া রে ।
আজব সে আত্মা কতই রঙ্গ ধরে ।
কামিনীর রুপ ধরিয়া প্রাণ মোর হরে রে ।
হাছন রাজা ভুলিয়াছে সে রুপের মনমোহিনী রে ।