দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ৪৭৪

ছোট দেওরা রে পিরীতের মজা কে জানে ।
কত করিয়া মনকে ফিরাই মানেনা প্রেমিক মনে ।
নিশা সময় প্রভাত কালে যখন রে উঠে মনে ।
যেন নায়ের মাঝে গুণ বান্ধিয়া বার বাঁশ দিয়া রে টানে ।
যখন ঘরের পিছে কলার তলে কথা কয় কানে কানে ।
এমন সুখ লাগেনা রে বসিলে সিংহাসনে ।
হাছন রাজা ছোট দেওরা সর্বলোকে জানে ।
আমায় ভুলাইলে প্রেম পিরীতের গানে ।