দিন তো কাছাইয়া আইলো কি করলে রে হাছন রাজা ।
মিছামিছি ভবের হাটে করতেছো রে তুমি মজা ।
গেলো কাল আসবো কাল রাখবোনা রে এক লজা ।
কি বুঝিয়া বসিয়া আছো হাছন রাজা রে অবুঝ ।
ভালো কার্য্য করতেছোনা তার লাগিয়া তো আছে সাজা ।
ভালার লাগি ভালো আছে বুরার লাগি আছে জজা ।
ভাল কার্যে তোমারও চক্ষু দুইটি রাখ মুজা ।
চোখ মেলিয়া এখনে কর রে ঠাকুরের পূজা ।
হাছন রাজা হওরে সোজা ছাড়িওনা রে নামাজ রোজা ।
হইয়া তুমি এক বুঝা করিওনা আর নামাজ কাজা ।