কালা আয়রে আয় কুঞ্জে আয়
প্রাণী কান্দে তোমার দায় ।
সুখের রজনী গইয়া যায় ।।
সাজাইয়া ফুলেরই শয্যা, কুঞ্জবাসী হইলো রে ।
আইলোনা মোর প্রাণ বন্ধু, দিলাম না ফুল রাঙ্গা পায় ।।
প্রাণ নাথের প্রেমে মন উদাস হইলো রে ।
দীনহীন হাছনে বলে লাগলোনা প্রেম আমার গায় ।
সুখের রজনী গইয়া যায় ।।