দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ১৪৩

বুদ্ধি নাইরে, বুদ্ধি নিছে হরিয়া ।
জীবিত থাকতে হাছন রাজা চধরী গেছে মরিয়া
ভাই, বুদ্ধি নাই রে ।।
বুদ্ধি সুদ্ধি নিছে মোর আল্লায় হরিয়া
আল্লা দেখি হাছন রাজায় ফিরে রে নাচিয়া ।।
আমার বুদ্ধি নাই রে ।।
বুদ্ধি নাই রে বুদ্ধি নিছে হরিয়া ।
জীবিত থাকতে মরি আমি বন্ধুয়ারে পাইয়া
হৃদয়ের মাঝে মাবুদের খেলা, তাইরে দেখিয়া
ভাই বুদ্ধি নাই রে ।।
মাবুদ আল্লা দেখিয়ে হাছন ফিরে রে নাচিয়া
মাবুদ আল্লায় হাছন রাজা লইয়াছইন গছিয়া
আমার বুদ্ধি নাইরে ।।
বুদ্ধি নাইরে বুদ্ধি গেছে ছাড়িয়া ।
জীবিত থাকতে হাছন রাজা চধরী গেছে ছাড়িয়া ।
জীবিত থাকতে হাছন রাজা চধরী গেছে মরিয়া ।
ভাই, বুদ্ধি নাই রে ।।