দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ৫০

ওবা মাবুদ আল্লাজি
আমারে ভাসাইলায় আল্লায় ভবসিন্ধুর নীর ।।
ভব সিন্ধুর চাকে পড়ি ঘুরি ফিরি
উঠিবার সাধ্য নাই কেমনেতে উঠি ।।
কান্দিয়া মিনতি করে
হাছন রাজা দাসা
পার করিয়ে চরণতলে
মোরে দেও বাসা ।।