দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ২১৬

হাছন রাজার দিন গেলোনা দুখে ।
সর্বদাই দিন গেলো কেবল সুখে সুখে ।।
সর্বদাই হাছন রাজায় দিলে বন্ধু রাখে ।
এক বিনে দুই নাই সর্বদাই দেখে ।।
এক আল্লা আল্লা হাছন রাজায় লেখে ।
এক বিনে দুই নাই হাছন রাজার বুকে ।।