দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ২৮১

সুন্দর দেখলে প্রাণ মোর রয়না আর ঘরে রে ।
প্রাণের জ্বালা কই থাকিয়া আসিয়া আমার ছুটে রে ।
চিরা বারা গাইলে ছিয়ায় বুকের মাঝে কুটেরে
সেই মত অন্তরে মোর আসিয়ে কি যে ঝুটেরে
পানের রেখা যখন দেখি প্যারীর ওই ঠোটেরে ।
প্রেম নাগরী মম মন প্রাণ লুটেরে ।
সুন্দর বদন দেখে অন্তরে মোর গুটেরে ।
হাছন রাজা প্রেমের মাতাল
ফাল দিয়া ফাল দিয়া উঠেরে ।।