হইছে মোর প্রেমের বেমার ।
মরণ বুঝি হইবে আমার ।
হইছে মোর প্রেমের বেমার ।
দেহমাত্র রইছে এথা প্রাণ গেলো সঙ্গে তার ।
দেখি তার রুপেরই বাহার কি হইলো গো এগো আমার ।
ছটফট ছটফট করে মনে বাঁচিনা গো আর ।
তার রুপ প্রকাশিত করে অন্ধকার ।
ত্রিজগতে নাই হেরি এমত রুপ কাহার ।
অনন্ত অনন্ত রুপ, দেখতে চমৎকার ।
নয়নে লাগিয়েছে সে রুপ হাছন রাজার ।