পাগল মোরে করলো রে খুবসুরত গুলজানে । পিয়াসী বিহনে মনে কেওরে নাই মানে । দেখাইয়া রুপেরই বাহার পেয়ারীয়ে আগুনে । এখনে প্রাণে মারে বিনা দড়ি টানে । মানে না মানে না মনে, কেবল এক অন্য নাই মানে হাছন রাজা চাইয়ে রইছে সুন্দরীর পানে ।।