দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ৪২৮

লাগিয়া পিরীতের ছটকা ।
হাছন রাজার মন হইলো লটকা ।
এমনি মন হইলো আটকা ।
ছুটেনা মারিলে ঝটকা ।
লাগিয়াছে লাগিয়াছে খটকা ।
না জানি কি করছে টুটকা ।
হাছন রাজা প্রেমের চুটকা ।
মাথা মুড় কত পটকা ।
পাইলো নি পিরীতের গুটকা ।
নিতে আইলো নুটকা ।
সওয়ার হইয়া আইলো উটকা ।