আরে ও মন নায়ের মাঝি, কি হইয়াছে তোমার আজি
অরে মন নায়ের মাঝি ।
ঠিক করিয়া হাইল ধরোনা, দাড়ি মাল্লা কেউ নয় রাজি ।
নায়ের মাঝি হইয়া তুমি, করো বাজীগরের বাজি ।।
এর লাগিয়া তেক্ত হইয়া রইছে তুমার বাবাজী ।
ছাড় ছাড় চক্কর মক্কর মন রে দুরাচার পাজি ।
মন ভুলাকি পড়িয়া আছে বিচার যে করিবে কাজী ।।
হাছন রাজা বলে ও মন ছাড়িও তুমি ঘোড়া তাজি ।
ধরে কাটিও কুটি মারিও, পিচিয় তেরে তুমি শিত্রি গাজী ।।
হাছন রাজায় বলেরে মন ধরছে তোমায় আসিয়া মুজি ।।
আরে কাটিয়ো কুটিয়ো মারিও পিঠির হাওরে তুমি শিত্রি এ গাজী ।।