দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ৪৪

এদেশে মানুষ নাইরে প্রায়ই অহুশ ।
ভবের মায়ায় ভুলিয়ে আছে হইয়ে বেহুশ ।।
মায়াজালে ভুলিয়া না চিনিলায় আপন ।
চিনিবায়, চিনিবায় যখন, পরিবায় কাফন ।।
কেবা আসে কেবা যায় এ দেহের মাঝার ।
গেলে না পাইবায় দেখা এ জনমে আর ।।
বুঝাইলে না বোঝে লোকে, সমঝাইলে না সমঝে ।
বন্ধের দিশা বাতাইয়া দিলে তবুও না খোজে ।।
দুনিয়া দুনিয়া করিয়া হইছে শয়তানের চেলা ।
কেমনে কারে ঠগিয়া খাইবো এই তাদের খেলা ।।
হাছন রাজায় কান্দন করে লোকের লাগিয়া ।
সকলকে তরাও গো প্রভু সুমতি দিয়া ।।
কত মতে বুঝাইলাম, নাহি হয় হুশ ।
কারে কি বলিবো আমার কপালেই দোষ ।।
হাছন রাজা কান্দন করে ধরিয়া প্রভুর পাও ।
লোকের বদলা মারিয়া মোরে সকলকে ত্বরাও ।।