দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ৬৪

কানাই তুমি খেইড় খেলাও কেনে
রঙ্গের রঙ্গিলা কানাই ।
কানাই তুমি খেইড় খেলাও কেনে ।।
এই কথাটা হাছন রাজার উঠে মনে মনে ।
স্বর্গপুরী ছাড়িয়া কানাই আইলায় এ ভুবনে ।।
হাছন রাজায় জিজ্ঞাস করে আইলায় কি কারণে ।।
কানাইয়ে যে করো রঙ্গ রাধিকা হইছে ঢঙ্গ ।
উড়িয়া যাইবো জুংরার পতঙ্গ খেলা হইবো ভঙ্গ ।।
হাছন রাজায় জিজ্ঞাস করে কানাই কোন জন ।
ভাবনা চিন্তা করে দেখি কানাই যে হাছন ।।