তুই মোরে ভাসাইলে সমুদ্দুরে রে প্রাণের ঠাকুর ।
ও ঠাকুর তুই মোরে ভাসাইলে সমুদ্দুরে ।
তুলিয়া মোরে রাখ নিয়া তোমার হুজুরে রে ।
এমন আকূল দরিয়া নাই তার কিনার ।
নিজ তরী দিয়া মোরে করিয়া নেও পার ।
দরিয়ায় পড়িয়া আমি হাবুডুবু খাই ।
তুলিয়া লইবো প্রাণের ঠাকুর মনে আছে তাই ।
ডুবিয়া যে মরিয়া যাইছি তবু মনে আশা ।
ঠাকুরে উঠাইয়া দিবো চরণতলে বাসা ।
এই সাধ মনে মোর থাকতাম চরণতলে ।
আকাঙ্খা মোর পূর্ণ হবে চরণে ধরিলে ।
সমুদ্দুরেতে ভাসিয়াছি তবু এই সাধ রাখি ।
মরনে জীয়নে যেন তোমার চান্দমুখ দেখি ।
হাছন রাজায় ভাসিয়া ভাসিয়া তোমায় দেখতে চায় ।
অন্য কেউরে দেখতে চায়না হাছন রাজা রে ।
তোমার কাঙ্গাল হাছন রাজায় তোমার ভিক্ষা চায় ।
রাখো মারো রঙ্গের ঠাকুর তোমার রঙ্গের পায় রে ।
প্রাণের ঠাকুর, ও ঠাকুর, তুই মোরে ভাসাইলে সমুদ্দুরে ।