দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ১০৩

দেখলাম দেখলাম তোর নূরী
আমি বলি নূরী নূরী, হিন্দুয়ে বলে হরি ।
ধিয়ানে দেখিয়া তোরে দিনে রাইতে ঝুরি ।।
বলিয়া দে রে প্রাণের নূরী কেমনে তারে ধরি ।
দেখিয়া তোমার রুপ স্থির হইতে না পারি ।।
মত্ত হইয়া হাছনে বলে কেমনে কী যে করি ।
কেহ বলে লাগিলো ছাটা ধৈল বুঝি পরী ।।
হাছন রাজায় বলে ধরছে পিরীতের নাগরী ।।