দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ১২

আমি আমার পরিচয় করিয়েছি ।
সবই তুই, আমিত্ব ছাড়িয়ে দিয়েছি ।।
আমি তো কিছুই নই, কিছু নহে তুমি বই ।
তুমি বিনে কিছু নহে, আমি বুঝিয়েছি ।।
আমি আমি একটি নাম দিয়া, খেলা খেলো ভবে আসিয়া ।
কত রঙ্গ ঢঙ্গ করো, দেখি তোমার নাচানাচি ।।
তুমি ঘরে তুমি বাইরে, তুমিই সবার অন্তরে ।
কে বুঝিতে পারে প্রভু তোমার ও যে পেছাপেছি ।।
হাছন রাজার এই উক্তি, সকলই তুই মা শক্তি ।
তুমি আমি ভিন্ন নহি, একই হইয়াছি ।।