জগতের স্বামী সকলই তুমি তুমি । আমার পানে চাইয়া দেখি আমিও তুমি । তুমি ভিতরে তুমি বাইরে তুমি অন্তর্যামী । বুকেতে রাখিয়া কেন চতুর্দিকে ঘুমি । হাছন রাজায় দেখিয়া রাখতে পারেনা ঠমি । বিচার করিয়া চাইয়া দেখি তুমি এই আমি ।