দেখিয়া তোর রুপের ভঙ্গি, হাছন রাজা হইলো গো সঙ্গী ।
হাছন রাজা কিছু চায়না কেবল তোমার যৌবন মাঙ্গি ।
কি কবো তোর রুপের কথা আচানক তুই গৌরঙ্গী ।
হাছন রাজা দেখিয়া তোরে হইতো চায় তোর এক অঙ্গি ।
হাছন রাজার ভিতরে দেখে তোমারও টঙ্গি ।
সেই ঘরের মাঝে দেখে তোমারও ভঙ্গি ।