হাছন রাজায় বলে রে আমি আমায় চিনিয়াছি ।
আমার রুপ দেখিয়া আমি করি নাচানাচি ।
আমার রুপ দেখিয়া আমি পাগল হইয়াছি ।
আমায় আমি চিনিয়াছি ।
আমি আগে আমি পিছে আমি মূলাধার ।
চেরাগের রুপনি আমার মূলে যে তাহার ।
আমি আমায় চিনিয়াছি ।
আমি হইতে হইয়াছে এই সংসার ।
আমি হইতে ত্রিজগত বাকী নাই আর ।
আমি হইতে জগৎ হইলো আমি গেলে নাই ।
আমি বানাইছি এ ভব ভাঙ্গিয়া যাইবো ভাই ।
হাছন রাজায় বলে ভব আমার সৃজন ।
ভাঙ্গিয়া যাইমু যখন করিমু গমন ।
আমারও জড় আল্লা আমি শাখা তার ।
শাকের মাঝে ফল ফুল রঙ্গের বাহার ।
আমি আইতে আল্লা আইলা আমার সঙ্গী হইয়া ।
আমি যাইতে আল্লা রসুল সঙ্গে যাইবা গিয়া ।
আমা হইতে আল্লা রসুল কেউ জুদা নয় ।
আমি আল্লার, আল্লা আমার, হাছন রাজায় কয় ।