মইলাম মইলাম তোর তাইসে বন্ধুরে ।
মইলাম মইলাম তোর তাইসে ।
পিরীতি করিয়াছিলাম আপনার খাইসে ।
বন্ধুরে কত করি এ মন ভুলাইলো খুশে খুসে ।
খুশে এখন কেন আমার ঘরে আসি নাই বসে ।
বন্ধুরে, জানিনা জানিনা আমি আইসোনা কি দোষে ।
আরশি পরশী দেশের লোকে মুখ চাইয়া মোর হাসে ।
বন্ধুরে কেন গো প্রাণের বন্ধে ভালো নাই বাসে ।
আগে আসতো দিনে রাইতে এখন আয়না ছয় মাসে ।
বন্ধুরে আন্দিয়া মিনতি করে হাছন রাজা দাসে ।
দেখা দিয়া প্রাণ জুড়াও আসিয়া আমার পাশে, বন্ধুরে ।