দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ৪১৪

আমার হস্ত পদ তারই আমি হইতে না জুদা গো ।
আদম সুরত আমার খোদার গো সই সজনী ।
আদম সুরত আমার খোদার গো ।
আমার মত হস্ত পদ আমি হইতে না জুদা গো ।
আমার মত রঙ্গ রুপ আমার মত ছবি ।
নূরেরই চেহারা তার আচানক খুবি গো ।
আমার মত সবই তার আমার মত দিল ।
দুই নাই দেখা যায় দুইয়ে এক মিল গো ।
আমার মাঝে আছে যে আমার কুড়তা দিয়া ।
আমি তাহার কুড়তা হই দেখলে ভাবিয়া গো ।
আমার অঙ্গ তার কুড়তা তারে টাট্টি দিয়া ।
কত খেইড় খেলাইতে আছি তার আড়ে থাকিয়া গো ।
আমি যে খোদার কুড়তা মোরে পর্দা দিয়া ।
খোদায় করেন সদাই কাম আমি বদনামিয়া ।
হাছন রাজায় বলে রব তুমিই সব ।
আমি তুমি সই তুমি সকলই তুই রব গো ।
আশিক হাছন রাজায় কয় আমি কিছু নয় ।
যাহাই দেখি সবই আমার মাবুদ আল্লাই হয় গো ।
এক বিনে দুই নাই হাছন রাজা কয় ।
আল্লাই আল্লা দেখি আর কিছু নয় গো ।