দেখিয়া খোদা মিয়ার ছবি, দিনে রাইতে আমি ভাবি ।
হস্ত আছে পদ আছে আচানক তার খুবি ।
আচানক তার রুপের গঠন ।
দেখিয়া হইলো মন উচাটন ।
এমন রুপ নাই ধরে শশী আর রবি ।
আমি দেখিয়া হইলাম লোভী, প্রেম বাণ বুকে গেলো চুবি ।
লাগাইলাম হাবি দোবি, এমন রুপ নয় ইন্দ্রদেবী ।
হাছন রাজায় দেখিয়া তারে হায় হায় হায় হায় হায় হায় করে ।
পড়িয়া প্রেমের সাগরে হাছন রাজা গেলো ডুবি ।
হাছন রাজারে দেখা দিলো খোদা মিয়ার গায়েবী ।
সুরত সকল আছে খোদার হাছন রাজায় করে দাবী ।